...

অন্তু করিম

মো: খায়রুল করিম অন্তু

ব্যবস্থাপনা পরিচালক,
পেন্টাগন গ্রুপ
ব্যবসা শুরুর কাল: ১৯৯৯ সালের শেষের দিকে প্রায় ২৪ বছর+

ব্যালট নং ২৩

আমার সম্পর্কে

১৯৯৯ সালে ছাত্রাবস্থায় দেশীয় পণ্য বিদেশে রপ্তানির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে আমার ব্যবসায়ীক পদচারণা শুরু হয়। এর পরবর্তীতে...

আরও পড়ুন

ই-কমার্স ব্যবসার অভিজ্ঞতা

Cross Border

Digital Services

অফলাইন ব্যবসার অভিজ্ঞতা

সাংগঠনিক অভিজ্ঞতা

বাংলাদেশ থাই চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (BTTCI)

পরিচালক, বাংলাদেশ থাই চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।

পরিচালক হিসেবে দ্বায়িত্ব নেবার পর সবচেয়ে বড় সফলতা বাংলাদেশ এবং থাইল্যান্ডের মাঝে FTA (Free Trade Agreement) এর সমঝোতা স্বারক সাক্ষরে বাংলাদেশের পক্ষে সরকারের সহযোগী হিসেবে কাজ করা। প্রস্তুতি হিসেবে নভেম্বর-ডিসেম্বরে (২০২৩) FBCCI, DCCI, BCI & JCI এর ৫২ জন ব্যবসায়ী প্রতিনিধি নিয়ে থাইল্যান্ড সরকারের সাথে দ্বিপক্ষীয় আলোচনা এবং পরবর্তীতে এপ্রিল ২০২৪ থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়। তাদের উপস্থিতিতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে পাঁচটি নথি সই হয়। এর মধ্যে একটি হল ২০২৪ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) আলোচনা শুরুর জন্য ‘লেটার অব ইনটেন্ট’ বা অভিপ্রায় পত্র।

এছাড়াও বিদেশী বিনিয়োগে দেশে শিল্প স্থাপনের জন্য মাননীয় শিল্প মন্ত্রীর সাথে সাক্ষাতের মাধ্যমে শিল্প মন্ত্রণালয়ের সাথে যোগসূত্র স্থাপন করি।

এই বছর জুলাই মাসের ১০ থেকে ১৩ তারিখ হোটেল সোনারগাঁও এ সিঙ্গেল কান্ট্রি এক্সিবিশন করি।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (DCCI)

ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির “Emerging Economic Opportunities” স্ট্যান্ডিং কমিটির একজন গর্বিত সদস্য হিসেবে দ্বায়িত্ব পালন করছি।

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (BCI)

বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রিতে একজন গর্বিত সদস্য হিসেবে আছি।

দুবাই চেম্বার, সংযুক্ত আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের “দুবাই চেম্বারে” একজন সাধারণ সদস্য হিসেবে আছি। আশাকরি ক্রসবর্ডার ই-কমার্সে এই সদস্যপদ বেশ সহযোগী হবে।

ই কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)

ই কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এ একজন সাধারণ সদস্য হিসেবে আছি এবং আসন্ন (২০২৪ – ২৬) নির্বাচনে একজন পরিচালক পদপ্রার্থী (স্বতন্ত্র)।

অনট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশ (E-Club)

উদ্যোক্তাদের নিয়ে বাংলাদেশ সরকার অনুমোদিত ট্রেড ক্লাব Entrepreneurs Club of Bangladesh Limited এর একজন ফাউন্ডার মেম্বার এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এর দ্বায়িত্ব পালন করছি। বর্তমানে প্রায় ১০০০ নিবন্ধিত উদ্যোক্তা এবং ৬৫০০০০ সোশ্যাল সদস্যদের সমন্বয়ে এই ক্লাবে উদ্যোক্তাদের সরাসরি ব্যবসায়ীক সহযোগিতা, নেটওয়ার্রকিং, মেন্টরিং, ফান্ডিং, নতুন পণ্য উৎপাদন এবং উৎপাদিত পণ্য ই-কমার্স, এফ কমার্স, জেনারেল ট্রেড এবং মডার্ণ ট্রেড এর মাধ্যমে সারাদেশে এবং বিদেশে ছড়িয়ে দেবার জন্য সব ধরনের সহযোগিতা করা হয়।

ক্লাবের নারী উদ্যোক্তাদের সহযোগিতায় ইতিমধ্যে “ভিন্নতা” নামের একটি স্বদেশী ব্র্যান্ড এর যাত্রা শুরু করেছি।

সামাজিক সংগঠন

ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন (YGF)

সামাজিক সংগঠন ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি হিসেবে দ্বায়িত্ব পালন করছি। জাতিসংঘের টেকসই উন্নয়ন গোল (Sustainable Development Goal) এর SDG 4, 5, 8, 9, 13 & 17 নাম্বার নিয়ে আমরা কাজ করছি। সম্পুর্ন নন-প্রফিট এই সংস্থার দেশে বিদেশে ৮ টি শাখা রয়েছে। শুধুমাত্র ফাউন্ডারদের আর্থিক সহযোগিতায় এই সংগঠন টি পরিচালিত হয়। বাহির থেকে কোন প্রকার আর্থিক অথবা অন্যান্য সহযোগিতা গ্রহন করা হয় না।

Global Youth Parliament (GYP)

আন্তর্জাতিক সামাজিক সংগঠন Global Youth Parliament এর গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট হিসেবে দ্বায়িত্ব পালন করছি এবং প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে বিশ্বের ১৫০ টি দেশের উদ্দ্যোক্তাদের সাথে যুক্ত থেকে কাজ করে যাচ্ছি।

বিশ্বের ৬টি দেশে বিশ্ব যুব সম্মেলন পরিচালনা করেছি।

শিক্ষা প্রতিষ্ঠান

বাংলাদেশ সরকারের কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে ইয়ুথ স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট ট্রাস্ট এর একজন ট্রাস্টি মেম্বার। একটি দক্ষ জনবল তৈরির উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানের মাধ্যমে ই-কমার্স বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আসছি। এই প্রতিষ্ঠান থেকে সফলভাবে ট্রেনিং নিয়ে শিক্ষার্থীর নিজস্ব ই-কমার্স ব্যবসা পরিচালনা করছেন এবং ইন্ডাস্ট্রিতে বিভিন্ন পদের চাকুরীতে যুক্ত হয়েছেন, হচ্ছেন।

স্বীকৃতি স্বরুপ পাওয়া এওয়ার্ড সমূহ

ASEAN Youth Icon Award 2019, Philippines

Youth Leadership Award 2022, Bangkok

Rising Youth Award, 2022 Dhaka

Global Youth Leadership Award 2023, Dubai

গ্যালারি

ব্যবসার প্রয়োজনে ভ্রমনকৃত দেশ সমূহ

নির্বাচনী ইশতেহার

আমি অন্তু করিম ( মো: খায়রুল করিম অন্তু ), দীর্ঘ প্রায় ২৪ বছর ধরে উদ্যোক্তা হিসাবে কাজ করে যাচ্ছি। বাংলাদেশে ই-কমার্স এর মাধ্যমে অর্থনৈতিক প্রসার যেভাবে...

আরও পড়ুন

আমার সাথে যোগাযোগ করতে চাইলে

Please enable JavaScript in your browser to complete this form.

Powerd By YGF Digital

(B2C) বিগত ১৬ বছর যাবৎ বিশ্বখ্যাত শিশুপণ্য ব্যান্ড কোদোমো’র একমাত্র অনুমোদিত পরিবেশক ও আমদানিকারক হিসেবে ২০১২ সাল থেকে ই-কমার্সের মাধ্যমে সরাসরি গ্রাহকদের পণ্য সেবা দেয়া শুরু করি। এছাড়াও বাংলাদেশের প্রায় সকল শীর্ষস্থানীয় ই-কমার্স মার্কেটপ্লেস, অনলাইন শপ, ই-শপ, ই-স্টোর, এফ কমার্সের সাথে যৌথভাবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই পণ্যের সেবা দিয়ে আসছি।

(B2B) কোভিড পরবর্তী সময়ে সারাদেশে প্রসাধনী পণ্য ব্যবসায়ীদের দুর্ভোগের কথা চিন্তা করে বাংলাদেশের প্রসাধনী পণ্য’র প্রান কেন্দ্র ঢাকার মৌলভীবাজারে সাপ্লাই আউটলেট স্থাপনের মাধ্যমে তৈরি করি

paikarilimited.com. উদ্ভোধনের পর থেকে আজ পর্যন্ত এই ই-কমার্সের মাধ্যমে ছোট বড় মিলিয়ে প্রায় ১০ হাজার ব্যবসায়ীকে সেবা দিয়েছি।

ক্রস বর্ডার ই-কমার্স অভিজ্ঞতা (১): বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ই-কমার্সের মাধ্যমে DCP সিস্টেমে বলিউডের সুপার ডুপার হিট হিন্দি সিনেমাগুলো (পাঠান, জাওয়ান, এনিমেল, মানুষ, ডাংকি) দেশে প্রদর্শিন করি এবং ঠিক একইভাবে বাংলাদেশ থেকে রপ্তানিকৃত সিনেমাগুলো (নবাব এল এল বি, মেঘের কপাট, সাইকো, পাংকু জামাই, জয় বাংলা) প্রদর্শন করা হয়।। যা সারা দেশে ব্যাপক সাড়া ফেলে।

ক্রস বর্ডার ই-কমার্স অভিজ্ঞতা (২): বাংলাদেশের উৎপাদিত পণ্য রপ্তানির মাধ্যমে ই-কমার্সের সহায়তায় নিজস্ব অফিস এবং ওয়্যারহাউজ থেকে B2B সেবার উদ্দেশ্যে ইতোমধ্যে ব্যাংকক এবং দুবাইতে অফিস এবং ওয়্যারহাউজ স্থাপন করা হয়েছে। এই প্রকল্পর সফলতার মাধ্যমে বাংলাদেশ থেকে উৎপাদিত পণ্যের রপ্তানি বাজার বহু অংশে বৃদ্ধি পাবে বলে আশা করি। এই প্রক্রিয়া চলমান থাকবে।

ই-কমার্সের সহায়ক হিসেবে YGF Digital যাত্রা শুরু করে। একটি কমপ্লিট ডিজিটাল এজেন্সী হিসেবে ওয়েবসাইট/এপপ্স/সফটওয়্যার/লোগো/প্যাকেজিং ডিজাইন/ এফ কমার্সে বিউটিফিকেশন/ ডিজিটাল ম্যানেজার/ প্রফেশনাল বিজ্ঞাপন চিত্র তৈরি এবং প্রচারণার সকল কাজ করে থাকি।

২৪ বছরের বেশি সময় ধরে সারাদেশে জেনারেল ট্রেড এবং মডার্ণ ট্রেড-এ পরিবেশক হিসেবে সরাসরি কাজ করছি। প্রায় ৭৫০ জন বিক্রয় কর্মীর কঠোর পরিশ্রমে সারাদেশে ২৫০টি ডিলার পয়েন্ট থেকে প্রায় সাড়ে ৮ কোটি শিশুদের সুস্বাস্থ্যের সেবায় প্রসাধনী পণ্য সরবরাহ করে আসছি। যা আপনার বাড়ির পাশের দোকানে গেলেই খুঁজে পাবেন।

“আমরা আপনার ব্র‍্যান্ডে পণ্য তৈরি করে থাকি”

২০১৮ সালে স্বদেশী পণ্য উৎপাদন, বিপনন ও রপ্তানির উদ্দেশ্যে ফ্যাক্টরি স্থাপন করি। বর্তমানে প্রায় ডজন খানেক দেশি/বিদেশী প্রতিষ্ঠান কে “চুক্তিভিত্তিক উৎপাদন” বা “কন্ট্রাক্ট ম্যানুফাকচারিং” এর মাধ্যমের সেবা দিয়ে আসছি এবং তাদের ব্র‍্যান্ডের পণ্য রপ্তানি এবং ই-কমার্সের মাধ্যমের বিক্রয় সহযোগিতা করে আসছি। সেই সাথে নিজস্ব ব্র‍্যান্ডের পণ্য উৎপাদন, বাজারজাত ও রপ্তানি করছি এবং ক্রস বর্ডার ই-কমার্স প্রক্রিয়া প্রায় দ্বারপ্রান্তে।

আমাদের সম্মানিত গ্রাহক ই-ক্যাবের গর্বিত সদস্য।

পেন্টাগন ইন্ডাস্ট্রিজ লিমিটেড বর্তমানে প্রসাধনী , গৃহস্থালি, স্বাস্থ্যসেবা, ক্লিনিং সহ প্রায় ৪০০ বিভিন্ন প্রকারের পণ্য তৈরিতে সক্ষম।

বিসিক শিল্প নগরীতে বি.এস.টি.আই সহ বাংলাদেশ সরকারের সকল লাইসেন্স গ্রহন করে পেন্টাগন ইন্ডাস্ট্রিজ লিমিটেড তার গ্রাহকদের সেবা দিয়ে আসছে।

ANZ Venture একটি রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট কোম্পানি। ই-কমার্সসহ যেকোন উদ্দ্যোগের সাথে জরিত উদ্দ্যোক্তাদের সহজ শর্তে নিজস্ব আবাসন/বানিজ্যিক স্পেস তৈরি করে থাকি। বর্তমানে ঢাকা মেট্রোপলিটন এলাকায় প্রজেক্ট চলছে।

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.